ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মা হারালেন কৌশানী 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, অক্টোবর ৩০, ২০২১
মা হারালেন কৌশানী  মায়ের সঙ্গে কৌশানী মুখার্জি

মা হারালেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানী মুখার্জি। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কৌশানীর মায়ের বয়স হয়েছিল ৫০ বছর।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বহুদিন দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গেল ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

কৌশানী পাশেই রয়েছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। বনির মা পিয়া সেনগুপ্ত এক সংবাদমাধ্যমের জানান, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানীর মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তার।

২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন কৌশানী। তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনও করেছেন এ অভিনেত্রী। তবে ভোটে হেরে যান। এই মুহূর্তে মাকে হারিয়ে ভেঙে পড়েছেন কৌশানী।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।