ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরিয়ানকে নিতে জেলখানায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরিয়ানকে নিতে জেলখানায় শাহরুখ খান শাহরুখ খান-আরিয়ান খান

মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয় ভোর সাড়ে ৫টায়। বের করা হয় শাহরুখপুত্র আরিয়ানের জামিনের নথি।

সূত্রের খবর, ইতোমধ্যেই ‘মান্নাত’ থেকে আর্থার রোড জেলে গেছেন শাহরুখ খান।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মুম্বাই হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বেরোতে পেরিয়ে গেছে আরও একটি দিন।

শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ প্রকাশ করেন। সেই মুক্তি-নির্দেশ এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছতে বিকেল সাড়ে ৫টা বেজে যায়।

নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় শেষ হয় জেল কার্যালয়ের কাজ। ফলে শুক্রবার রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান।  

শনিবার ভোরে জেলের বেল বক্স খোলা হয়। সেখানেই সারারাত পড়ে ছিল আরিয়ানের মুক্তির নির্দেশ। খামবন্দি নির্দেশ জেলের ভিতরে নিয়ে যান জেল কর্মীরা। অর্থাৎ, নথি সংক্রান্ত সমস্ত কাজই শেষ। এবার অপেক্ষা আরিয়ানের জেল থেকে বেরিয়ে আসার।

গেল ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে (এনসিবি)। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় এনসিবি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।