ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাড়ি ফিরলেন আরিয়ান, ভক্তদের উল্লাস

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
বাড়ি ফিরলেন আরিয়ান, ভক্তদের উল্লাস বাড়ি ফিরলেন আরিয়ান

ছেলে আরিয়ান খানকে নিয়ে অবশেষে মান্নাতে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় সময় সকাল ১১টা ৩৪ মিনিটে মান্নাতে পৌঁছান বাবা-ছেলে।

সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা খান ও ছোটপুত্র আব্রাম খানসহ পরিবারের অন্যরা।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পাওয়ার পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে শনিবার (৩০ অক্টোবর) ভারতের আর্থার রোড জেল থেকে মুক্তি পান আরিয়ান।

বেলা ১১টা নাগাদ জেল থেকে ছাড়া পান আরিয়ান পান। ১১ টা ২০ মিনিটে মান্নতে পৌঁছে যান তিনি। এ সময়ে শাহরুখের বাড়ির বাইরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

রাস্তায় তাদের কেউ কেউ বাজি ফাটিয়েছেন। রাস্তায় ছিল ব্যান্ড পার্টিও। আরিয়ানের ছবি সম্বলিত ব্যানার হাতে ভক্তরা মিছিলও করেছেন। এখানেই থেমে থাকেননি শাহরুখ ভক্তরা। অনেকেই ফুলের পাপড়ি ছিটিয়ে আরিয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।  

এদিন মানুষের ভিড় সামলানো এ নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। শাহরুখের বডিগার্ডরা সাধারণ মানুষ ও চিত্রগাহকদের ভিড় কাটিয়ে আরিয়ানকে মান্নতের ভেতরে নিয়ে যান।

শাহরুখ পুত্রের বাড়ি ফেরার আগেই শুক্রবারেই গোটা বাড়ি সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। ঘটনাচক্রে আর দু’দিন পরেই শাহরুখের জন্মদিন। আরিয়ান ছাড়া পাবেন কি না, সেই উদ্বেগে ছিলেন কিং খান। দুশ্চিন্তার পালা শেষ হয়েছে জন্মদিনের আগেই ঘরে ফিরছে ছেলে।  

প্রতি বছরের মতো এবারও কি জন্মদিনে বাড়ির বারান্দায় এসে দাঁড়াবেন শাহরুখ? ভক্তদের সামনে হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে? সেই উত্তরের অপেক্ষায় শাহরুখ ভক্তরা।

আরও পড়ুন>>অবশেষে কারামুক্ত আরিয়ান

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।