ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৫ প্রেক্ষাগৃহে বন্ধ হলো 'সূর্যবংশী'র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
৫ প্রেক্ষাগৃহে বন্ধ হলো 'সূর্যবংশী'র প্রদর্শনী

ভারতের পাঞ্জাবে পাঁচটি সিনেমা হলে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘সূর্যবংশী’র প্রদর্শনী বন্ধ করালেন কৃষকরা। তাদের দাবি, কৃষকদের প্রতিবাদকে সমর্থন করেননি অক্ষয়।

সিনেমা প্রদর্শনের বিরোধিতা করে শনিবার (০৬ নভেম্বর) শহিদ উধম সিং পার্ক থেকে স্বরণ সিনেমা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রতিনিধিরা। তারা জোর করে সিনেমার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে।

বিক্ষোভকারীদের বক্তব্য, কৃষকদের প্রতিবাদের সমর্থনে মুখ খোলেননি অভিনেতা। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত সিনেমাটির প্রদর্শন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। তাদের কেউ কেউ প্রেক্ষাগৃহের বাইরে লাগানো সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেন।

কৃষকরা ভারতের বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লি সীমান্তে ক্যাম্প করে আন্দোলন করছেন। তাদের দাবি, এই আইনগুলো কৃষকদের করপোরেটদের ওপর নির্ভরশীল করে তুলবে। তাই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করতে তারা নতুন আইন দাবি করে আসছেন। অচলাবস্থা কাটাতে কৃষকদের সঙ্গে ১১ দফা আলোচনা করেও কোনো সমাধান করতে পারেনি কেন্দ্রীয় সরকার।

উৎসবের মৌসুমে মুক্তি পেয়েছে অক্ষয়-ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২৬ কোটি টাকা। রোববার (০৮ নভেম্বর) এটি আরও ভালো ব্যবসা করতে পারে বলে আশাবাদী সিনেমা বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।