ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাংলালিংকের নামে মাইলসেরও মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, নভেম্বর ১০, ২০২১
বাংলালিংকের নামে মাইলসেরও মামলা

ঢাকা: জনপ্রিয় মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানের কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করায় মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করা হয়েছে।  

বুধবার (১০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলা করেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ।

 

এদিন বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ মামলা দুইটির আবেদন জমা দেন।  

এরপর দুই মামলায় বাদীদের জবানবন্দি গ্রহণ করে বাংলালিংকের নামে সমন জারির আদেশ দেন আদালত।

একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমসও। এই মামলায়ও বাংলালিংকের নামে সমন দিয়েছে আদালত।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
কেআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।