ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিনোদন

‘মুখোশ’ পরিবেশনা করবে কপ ক্রিয়েশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
‘মুখোশ’ পরিবেশনা করবে কপ ক্রিয়েশন

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।  

বুধবার (১০ নভেম্বর) রাতে কপ ক্রিয়েশনের পরিবেশনা ম্যানেজিং পার্টনার মাশফিকুর রহমান ও ইফতেখার শুভ’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

সেসময় উপস্থিত ছিলেন কপ ক্রিয়েশনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’র পরিচালক ও প্রযোজকর সানী সানোয়ার।  

এ প্রসঙ্গে পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘কপ ক্রিয়েশনের মতো প্রডাকশন হাউজ ‘মুখোশ’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে, এটা আমার জন্য খুব আনন্দের। এ জন্য ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর অন্যতম প্রযোজক সানী সানোয়ার ভাইকে ধন্যবাদ জানাই।  

এ চুক্তি নিয়ে সানী সানোয়ার বলেন, ‘মুখোশ’ আমাদের কপ ক্রিয়েশনের ইন-হাউজ সিনেমার বাইরে প্রথম সিনেমা। আশা করছি সিনেমাটি আশানুরূপ ফলাফল পাবে।  

‘মুখোশ’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি প্রমুখ। ১৫ নভেম্বর সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ পেতে যাচ্ছে।

ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হচ্ছে ইফতেখার শুভর নিজেরই লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে।

মূলত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ প্রযোজনা করার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে কপ ক্রিয়েশনের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিনেমা প্রযোজনার পাশাপাশি নিয়মিত পরিবেশনার কাজও চালিয়ে যাবে তারা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।