ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিনোদন

র‍্যাপার ইয়ং ডলফকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
র‍্যাপার ইয়ং ডলফকে গুলি করে হত্যা ইয়ং ডলফ

অসুস্থ খালাকে দেখতে যাওয়ার পথে হোমমেড বাটার কুকিজের দোকানে থেমেছিলেন র‍্যাপার ইয়ং ডলফ। সেখানে এই গায়ককে গুলি করে হত্যা করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে বুধবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রধান চেরেলিন ডেভিস।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্থানীয় ও দেশব্যাপী যে বিবেকহীন বন্দুক সহিংসতার সম্মুখীন হচ্ছে তার আরেকটি উদাহরণ এটি। ডলফের হত্যাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।

ইয়ং ডলফের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিক রস, মেগান থি স্টালিয়ন ও চ্যান্স দ্য র‍্যাপারসহ অনেক তারকা।

এর আগে ২০১৭ সালে ফেব্রুয়ারিতে ইয়ং ডলফের গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয়। একই বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলসে গুলিতে আহত হয়েছিলেন তিনি।

২০১৬ সালে ডলফের প্রথম অ্যালবাম ‘কিং অব মেমফিস’ রিলিজ হয়। তার একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘ব্লু ডায়মন্ডস’ ও ‘আরএনবি’ উল্লেখযোগ্য। সর্বশেষ ২০২০ সালের অ্যালবাম ‘রিচ স্লেভ’ বিলবোর্ড চার্টে পঞ্চম স্থান দখল করে নেয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।