ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিনোদন

চিকন আলীকে ছাড়িয়ে আনলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
চিকন আলীকে ছাড়িয়ে আনলেন মিশা সওদাগর চিকন আলী

গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন কমেডিয়ান শামীনুর রহমান ওরফে চিকন আলী।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে ছাড়িয়ে এনেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। মুচলেকায় বলা হয়, ‘অশ্লীল কন্টেন্ট নির্মাণ করবে না চিকন আলী ও শিল্পী সমিতির কোনো সদস্য। ’

তিনি জানান, সংগঠনটির সভাপতি ও খলঅভিনেতা মিশা সওদাগর চিকন আলীকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন।  

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, তিনি আমাদের সংগঠনের সদস্য। তাই আমরা তো দায়িত্ব থেকেই করবো এটা। আমরা মুচলেকা দিয়ে তাকে নিয়ে এসেছি, বলেছি আর কখনো এমন কাজ করবেন না কোনো শিল্পী।

চিকন আলীর স্ত্রী খুশি জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীর বাসা থেকে চিকন আলীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে বাংলা সিনেমার এই কৌতুক অভিনেতাকে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।