ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় নাট্যশালায় ‘রাজা এবং অন্যান্য’র দুই প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
জাতীয় নাট্যশালায় ‘রাজা এবং অন্যান্য’র দুই প্রদর্শনী

রবীন্দ্র-নাটকের প্রচলিত ধারা ভেঙে ‘রাজা এবং অন্যান্য’ নাটক নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ২০০৮ সালে প্রথম মঞ্চায়িত হলে নিরীক্ষাধর্মী এই নাটকটি বেশ প্রশংসিত হয়।

ফের মঞ্চে আসছে প্রাচ্যনাটের সাড়া জাগানো এই নাটক। রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এবং শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাটকের দুটি প্রদর্শনী হবে।

নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল, রিপন, কলি, রফিক, স্বর্ণা, শ্বেতা, জেম প্রমুখ।

এই নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, পোশাক পরিকল্পনা করেছেনে তৌফিকুল ইসলাম ইমন, সঙ্গীত পরিকল্পনা করছেন কার্তিক, ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার শাওন ও সাইফুল জার্নাল এবং কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।