ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

‘ধলেশ্বরী কথা’র কাজ শুরু করলেন তানভীর মোকাম্মেল 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
‘ধলেশ্বরী কথা’র কাজ শুরু করলেন তানভীর মোকাম্মেল 

ধলেশ্বরী নদী নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। সম্প্রতি ‘ধলেশ্বরী কথা’ নামের এই প্রামাণ্যচিত্রে কাজ শুরু করেছেন তিনি।

 

২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রামাণ্যচিত্রটির প্রথম পর্বের অডিও-ভিজ্যুয়াল রিসার্চের কাজ সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি ধাপে এ গবেষণাকার্যটি পরিচালিত হবে।  

প্রথম পর্বে পরিচালক তানভীর মোকাম্মেল ঢাকা ও মাণিকগঞ্জ জেলার ধলেশ্বরী নদী তীরবর্তী জনপদে গবেষণা টিম নিয়ে ঘুরেছেন।  

নির্মাতা জানান, ধলেশ্বরী নদীপারের বিভিন্ন পেশাজীবী মানুষের নানা সংকট ও সম্ভাবনার কথা এ প্রামাণ্যচিত্রটিতে ফুটে উঠবে। নদীর সঙ্গে মানুষের আন্ত:মানবিক সম্পর্ক এবং নদী সংরক্ষণের নানা দিক প্রামাণ্যচিত্রটিতে চিত্রায়িত হবে।

প্রামাণ্যচিত্রটির চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন রাকিবুল হাসান এবং গবেষক হিসেবে রয়েছেন নদী গবেষক শেখ রোকন।

তানভীর মোকাম্মেলের কাজে বারবার উঠে এসেছে নদীঘেঁষা মানুষের জীবন, কর্ম এবং তাদের সংগ্রাম। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘নদীর নাম মধুমতী’, ‘চিত্রা নদীর পারে’, ‘অয়ি যমুনা’, ‘কর্ণফুলীর কান্না’, সর্বশেষ ‘রূপসা নদীর বাঁকে’চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।