ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হিরো আলমের কণ্ঠেও ‘কাঁচা বাদাম’, গাইলেন হিন্দিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
হিরো আলমের কণ্ঠেও ‘কাঁচা বাদাম’, গাইলেন হিন্দিতে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তার ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি নিজের কণ্ঠে গেয়ে অনেকেই হচ্ছেন ভাইরাল!

সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশে সামাজিক মাধ্যমের আলোচিত-সমালোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তবে তিনি গানটি বাংলায় না গেয়ে সুর তুলেছেন হিন্দিতে।

‘কাঁচা বাদাম’র হিন্দি ভার্সন নিয়ে হিরো আলম বলেন, ‘আমাকে অনেকে অনুরোধ করছেন, তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গাইলাম। এখন মিউজিক ভিডিওর কাজ করছি। ’ 

সর্বশেষ সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি।

এদিকে, গানটির মিউজিক ভিডিওর জন্য সম্প্রতি স্টেশন গলায় বাদামের ঝুড়ি ঝুলিয়ে বিক্রেতা সেজে শুটিং করতে দেখা গেছে। এরই মধ্যে তার শুটিংয়ের একটি  ভিডিওটি ভাইরাল হয়েছে।

এর আগে সামাজিক মাধ্যম থেকে পরিচিতি পাওয়া কলকাতার পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডলও ‘কাঁচা বাদাম’ কণ্ঠে তুলেছেন। তার গাওয়া গানটিও ভাইরাল হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।