ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

পুলিশ চরিত্রে তামিম, চক্রের সদস্য মাহি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, ডিসেম্বর ৭, ২০২১
পুলিশ চরিত্রে তামিম, চক্রের সদস্য মাহি!

ছোট পর্দায় পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হতে যাচ্ছেন তামিম মৃধা। কে এম সোহাগ রানা পরিচালিত ‘প্লেয়ারস’ নাটকে এমন রূপে অভিনয় করতে দেখা যাবে তাকে।

একই নাটকে আরও রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

জীবনের তাগিদে মানুষ কতো কিছুই না করে। কেউ একা জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা চালায়। কেউ বা দলবেঁধে নানান পথ বেছে নেয়। নাটকটিতে এমন একটি চক্রের গল্প দেখা যাবে।  

সিনেমাওয়ালার ব্যানারে ‘প্লেয়ারস’ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।  

তিনি বলেন, ‘কেএম সোহাগ দারুণ মেধাবী। তিনি ইতোমধ্যে কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি। ’

নাটকটিতে একটি চক্রের সদস্য হিসেবে দেখা যাবে মনিরা আক্তার মিঠু, সামিরা খান মাহি, রাহেল ও শিশুশিল্পী মুনতাহাকে। সম্প্রতি ‘প্লেয়ারস’র শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি প্রচার হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।