ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুখবর দিলেন ভারতী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, ডিসেম্বর ১১, ২০২১
সুখবর দিলেন ভারতী

অবশেষে গুঞ্জনই সত্যি হলো, মা হতে চলেছেন কৌতুক অভিনেত্রী ভারতী সিং। একটি ভিডিও প্রকাশ করে সুখবরটি নিজেই দিয়েছেন তিনি।

 

সম্প্রতি ভারতীর মা হতে যাওয়ার খবর ছড়িয়েছিল। কিন্তু প্রথমে বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খোলেননি তিনি। তবে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে একটি ভিডিও প্রকাশ করে স্বামী হর্ষ লিম্বোচিয়াকে সঙ্গে নিয়ে কমেডির ছলে সুখবরটি দেন তারা দু’জনই।

ভিডিওটির শুরুতেই দেখা যায় বাথরুমে বসে রয়েছেন ভারতী। তিনি জানান, গত ৬ মাস ধরে এভাবেই ক্যামেরা চালু রেখে প্রেগন্যান্সি টেস্ট করছেন তিনি, যাতে সেই বিশেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারেন। অথচ প্রত্যেকবারই হতাশ হচ্ছে তিনি। কিন্তু এইবার টেস্ট পজিটিভ আসামাত্রই ছুটে গিয়ে ঘুমন্ত হর্ষকে টেনে তোলেন ভারতী। এরপর সবার সঙ্গে আনন্দের মুহূর্তটা ভাগ করে নেন।

উচ্ছ্বাস প্রকাশ করে হর্ষ বলেন, ‘ও মা হতে চলেছে, আর আমি বাবা হতে চলেছি… সবাই এবার বিরক্ত হয়ে যাবে, আমরাও বিরক্ত হয়ে যাব কারণ বাচ্চা আসছে, তবে সত্যি আমরা দারুণ খুশি’।  

২০১৭ সালে লেখক ও উপস্থাপক হর্ষ লিম্বোচিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভারতী। কিছুদিন আগে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেআইএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।