ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিতর্কের পর আলোচনায় অনন্যা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, ডিসেম্বর ১১, ২০২১
বিতর্কের পর আলোচনায় অনন্যা! অনন্যা পাণ্ডে

বলিউডের সবচেয়ে আলোচিত তারকা সন্তানদের মধ্যে মধ্যে অন্যতম অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা।

শাহরুখ পুত্র আরিয়ানের মাদককাণ্ডের ঘটনায় উঠে এসেছিল অনন্যার নাম। সেই বিতর্কের পর এবার লাল রঙের পোশাক পরে ফটোশুট করেন আলোচনায় এলেন এই অভিনেত্রী।

লাল রঙের ড্রেসের সঙ্গে ফ্রেশ মেকআপ এবং লাল লিপস্টিকে নজর কেড়েছেন অনন্যা। সব সময়ের মতোই তার সুন্দর লুকে মুগ্ধ ভক্তরা।  

একটি ছবিতে দেখা গেছে, সিকুইনড বডিকন ড্রেসে সেলফি তুলতে ব্যস্ত অনন্যা। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই বিভিন্ন ছবি পোস্ট করে আলোচনার চলে আসেন তিনি।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা। সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এরপর ২০২০ সালে ঈশান খট্টরের সঙ্গে ‘খালি পেলি’ সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।