ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাবা হচ্ছেন সিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, ডিসেম্বর ২৫, ২০২১
বাবা হচ্ছেন সিয়াম সিয়াম ও তার স্ত্রী অবন্তী

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদের ঘরে নতুন অতিথি আসছে। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী প্রথমবার সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে একটি উক্তি শেয়ার করে ফেসবুকে সুখবরটি সিয়াম নিজেই জানিয়েছেন।

প্রায় ১০ বছর প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জাঁকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। এরপর থেকে সুখে আছেন তারা।  

২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে।  শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আগামী ৭ জানুয়ারি তার আরেকটি সিনেমা ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।