ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় তামিল কমেডিয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় তামিল কমেডিয়ান রজনীকান্তের সঙ্গে ভাদিভেলু

দক্ষিণ ভারতের জনপ্রিয় কমেডি অভিনেতা ভাদিভেলু করোনা আক্রান্ত হয়েছেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে।
সম্প্রতি লন্ডনে নিজের নতুন সিনেমা ‘নানি সেকার রিটার্নস'র শুটিং সম্পন্ন করে চেন্নাই ফেরেন এই অভিনেতা। এরপর তার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। একই সঙ্গে সিনেমাটির পরিচালক সুরাজের রিপোর্টও পজিটিভ আসে। দুইজন একই হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সিনেমাটির টিমের অন্য সদস্যরা করোনা মুক্ত রয়েছেন।

এদিকে, ভাদিভেলু করোনা আক্রান্ত হলেও তার কোনো রকম ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি দুই-তিনদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৮৮ সালে একটি ছোট চরিত্র দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন ভাদিভেলু। এরপর তিনি তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।  দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।