ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত শাবনূর, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
করোনায় আক্রান্ত শাবনূর, হাসপাতালে ভর্তি নায়িকা শাবনূর

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। এখন তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, শাবনূর করোনা পজিটিভ, এটা নিশ্চিত হওয়া গেছে। তবে, তিনি ভালো আছেন এবং মনিটরিংয়ের জন্য হাসপাতালে আছেন। শাবনূর সবার কাছে দোয়া চেয়েছেন।

এ চিত্রনায়িকা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে থাকেন। সন্তানকে নিয়ে সেখানেই তার বাস।  

এ কারণে দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।