ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাত জাগা ফুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাত জাগা ফুল’

বছরের শেষ দিন (শুক্রবার, ৩১ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাত জাগা ফুল’। এই সিনেমা দিয়ে চিত্রপরিচালক হিসেবে অভিষেক ঘটছে নন্দিত অভিনেতা মীর সাব্বিরের।

 

দেশের ২৬ প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

সিনেমাটি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল’র গল্পে দর্শক সব ধরনের উপাদান পাবেন। দর্শক সিনেমাটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। সবাই প্রেক্ষাগৃহ আসুন, দেশি সিনেমার পাশে থাকুন।  

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাশেদ মামুন অপু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী প্রমুখ।

ঢাকার ভেতরে ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, আনন্দ, চিত্রামহল, গীত, নিউ গুলশান ও সেনা সিনেমা।

ঢাকার বাইরে মুক্তি পাবে-সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (জয়দেবপুর), চিত্রালী সিনেমা (খুলনা), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর), পূরবী (ময়মনসিংহ)।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।