ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী নোরা ফাতেহি নোরা ফাতেহি

বলিউডে ফের দাপট দেখাচ্ছে করোনা। একের পর এক তারকা ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন।

এবার করোনা পজিটিভ হলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এই তারকার মুখপাত্র এক বিবৃতিতে জানান, ২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। মেনে চলছে কর্তৃপক্ষের সকল বিধি-নিষেধ। চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।  

এদিকে নোরা সামাজিক মাধ্যমে বলেন, ‘আমি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি। একেবারে শয্যাশায়ী আমি। যে কোনো মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, সচেতন থাকুন। ’

নোরা ফাতেহির যেসব ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে সেসব অনেক আগের বলেও জানিয়েছেন এই তারকা।  

কিছুদিন আগেই করিনা কাপুর খান আক্রান্ত হওয়ার কথা জনিয়েছিলেন। একই সঙ্গে তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও আক্রান্ত ছিলেন।  

এছাড়া অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় ও কিংবদন্তি অভিনেতা কমল হাসানও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।