শোবিজ অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।
তাই দুইটি মাধ্যমের শিল্পীরাই এখন ব্যস্ত নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগরের প্রার্থী হওয়ার বিষয়টি সবারই জানা। কিন্তু শিল্পী সংঘের এই পদের জন্য কে লড়ছেন তা এখনো প্রকাশ পায়নি।
শোনা যাচ্ছে, সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন এই পদের প্রার্থী হতে যাচ্ছেন।
নাসিমের সঙ্গে জুটি বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন বর্তমান যুগ্ম-সম্পাদক অভিনেতা রওনক হাসান। আর নাসিম-রওনক প্যানেলের বিপক্ষে শাওনের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবেন কবির টুটুল। তবে বিষয়টি এখনো তাদের কেউ নিশ্চিত করেননি।
এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘কিছুই চূড়ান্ত নয়। নির্বাচনের আগ মুহূর্তে অনেক তথ্যই ছড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু বলা যায় না। ’
তবে প্যানেলগুলোর চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। আগামী ১৪ জানুয়ারি এ নির্বাচন বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
জেআইএম