গুরুতর অসুস্থতা কাটিয়ে ফের গানে ফিরেছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মশিউর রহমান রিংকু। ২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন তিনি।
এরইমধ্যে নতুন একটি গান নিয়ে হাজির হলেন রিংকু। ‘রঙিলা নৌকা’ শিরোনামের গানটির কথা শাকির দেওয়ানের, সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন আছেন অণু মোস্তাফিজ। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।
হাবিব মোস্তফার সুরে এর আগে ‘জিকির’ ও ‘মানবসেবা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন রিংকু।
নতুন গান প্রসঙ্গে রিংকু বলেন, ‘শ্রোতারা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন, এটি তেমনই একটি কাজ। এর বাণীর গভীরতা যেকোনো মানুষকে স্পর্শ করবে। ’
তিনি জানান, দ্বিতীয়বারের মতো স্ট্রোক হওয়ায় প্যারালাইজড হয়ে যান তিনি। তখন তার ডান পা ও হাত সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এরপর গ্রামে ফিরে গিয়েছিলেন রিংকু। গত আগস্টের শেষে আবার ঢাকায় ফেরেন তিনি। তখনই আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকেন গানে।
বর্তমানে বেশ ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন এই গায়ক। এখন আগের মতই তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
জেআইএম