ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিতে এসে জনিপ্রয় কমেডিয়ান হারুন কিসিঞ্জার জানালেন, স্ত্রীর সঙ্গে কথা বলে পছন্দের প্রার্থী বেছে নিয়ে তিনি ভোট দিতে এসেছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচন শুরু হয়।
হারুন কিসিঞ্জার বলেন, অনেকদিন পর এফডিসিতে ভোট দিলে এলাম। নতুন করে কে আসে সেটা জানা নেই। সকালে ঘুম থেকে উঠে আমার গিন্নিকে (স্ত্রী) জিজ্ঞেস করলাম, কাকে ভোট দেব? সে আমাকে একটা নাম বলল, মোটামুটি আমার সঙ্গে সেই নাম মিলে গেছে। আশা করছি তাকেই ভোট দিতে পারব।
তিনি আরও বলেন, আমি আশা করব, যে-ই আসুক আশা করব শিল্পীদের নিয়ে কাজ করবেন। আমাদের অনেক শিল্পী কষ্টে আছেন, তাদের নিয়ে কাজ করবেন।
প্রসঙ্গত, এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়ে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ।
আরও পড়ুন:
চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট শুরু
এফডিসিতে এসে মনে হচ্ছে যুদ্ধ হবে: ইলিয়াস কাঞ্চন
আমি এসেছি সবার জন্য: শাকিল খান
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জেআইএম/জেএইচটি