উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলে। এ কথা জানিয়েছিলেন লতা মঙ্গেশকর নিজেই।
২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর টুইটারে লতা মঙ্গেশকর জানান, ১৯৭১ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সফরের এসেছিলেন তিনি। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তের গ্রুপের সঙ্গে এই সফরে এসেছিলেন তিনি।
লতা মঙ্গেশকর টুইটারে লিখেছিলেন, ‘নমস্কার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশ গিয়ে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর উড়োজাহাজে করে সব জায়গায় গিয়েছিলাম। ’
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য ভারতীয় শিল্পীরা এগিয়ে আসেন। সে সময় লতা মঙ্গেশকর ছাড়াও আশা ভোসলে, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরীসহ অনেকেই বাংলাদেশের জন্য সংগীত পরিবেশন করেছিলেন।
লতা মঙ্গেশকর দীর্ঘ ক্যারিয়ারে ৩৬টি ভাষায় প্রায় ৫০ হাজাের গান গেয়েছেন। তার গাওয়া কালজয়ী বাংলা গানের মধ্যে রয়েছে ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশ প্রদীপ জ্বেলে’সহ আরো অনেক গান।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএটি
Namaskar. 1971 Bangladesh mukti yudh samapt hote hi hum Bangladesh gaye the aur Sunil Dutt ji ke group ke saath humne kaafi karyakram kiye,us waqt hum Army ke plane se hi sab jagah jaate the. pic.twitter.com/IAgiVWOAhb
— Lata Mangeshkar (@mangeshkarlata) September 14, 2019