বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত আলোচনা-সমালোচনা ও বিতর্ক এবং শিল্পীদের মধ্যকার দ্বন্দ্ব-অমিলের বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন মনোয়ার হোসেন ডিপজল।
এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত ডিপজল বলেন, শিল্পী সমিতি নিয়ে এত আলোচনার মূল কারণ, ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই। হাতেগোণা কিছু সিনেমা নির্মিত হচ্ছে। শিল্পীদের হাতে কাজ নেই বলেই সব মনযোগ সমিতির দিকে। আগের মতো যদি একের পর এক সিনেমা নির্মিত হতো, তাহলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকত। সমিতির দিকে মন দেয়ার সময় পেত না।
তিনি বলেন, আমরা যখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম, শিডিউল দেওয়ার মতো সময় হাতে থাকত না, তখন অন্য কোনো দিকে মনোযোগ দেয়ার সুযোগ ছিল না। এমনও সময় গেছে, কাজের ব্যস্ততার কারণে অনেক সদস্য সমিতিতে যাওয়ারও সময় পেত না। সমিতি সমিতির মতো চলত। ইন্ডাস্ট্রিতে যদি একের পর এক সিনেমা হতো, তাহলে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি হতো না। এটা অত্যন্ত দুঃখজনক।
ডিপজল বলেন, নিজের পরিবারে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। তবে ঘরের সমস্যার কথা বাইরে নিয়ে আসা উচিৎ নয়। এখন সমিতি নিয়ে যেসব আলোচনা, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এতে কি আমাদের শিল্পীদের সম্মান বাড়ছে? বাড়ছে না। শিল্পীদের প্রতি দর্শকের আগ্রহ থাকা স্বাভাবিক। ফলে তাদের আচার-আচরণ এমন হওয়া উচিৎ যাতে সুনাম ক্ষুন্ন না হয়।
শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়ে ডিপজল বলেন, সমিতির প্রত্যেকে আমার পরিবারের সদস্য। তাদের খোঁজ-খবর নেওয়া আমার দায়িত্ব। আমার এই দায়িত্ববোধ থেকে যতটা সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করি। যেকোনো সদস্যের সমস্যায় আমি পাশে আছি, থাকব।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএটি