ভালোবাসা দিবস চলে গেছে, কিন্তু এর রেশ এখনো কাটেনি। দিবসটি উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন নচিকেতা। সংগীতায়োজন পঞ্চমের।
গানটি প্রসঙ্গে লন্ডনে থেকে ফাহমিদা নবী বলেন, ‘সবমিলিয়ে এটা অসাধারণ একটা গান হয়েছে। ভিডিওর কথা বলবো না এখানে। কারণ গান তো আসলে শোনার বিষয়, অনুভবের বিষয়। এটিও একেবারে তাই। ’
গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘‘শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ কবিতাটি থেকে অনুপ্রাণিত হয়ে কিছু লেখার চেষ্টা করলাম। তবে কবিতাটি থেকে একটি লাইনও আমি ধার করিনি। ’’
এর আগে জুলফিকার রাসেল কথায় ফাহমিদা নবী গেয়েছেন ‘যায় কি ছেঁড়া’, ‘দুঃখ কি দেই খুব’, ‘ইচ্ছে হয়’, ‘বিশাল আকাশ হবো’সহ বেশকিছু নন্দিত গান।
স্যাডো মাল্টিমিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মিত হয়েছে। যেখানে হাজির আছেন কণ্ঠশিল্পী নিজেই। গানচিত্রটি প্রকাশ পেয়েছে মিউজিকের ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
জেআইএম