লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর পর ভারতের আরেক সংগীত তারকা চলে গেলেন। সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান ঘটেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে হৃদযন্ত্র বিকল হলে তার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ।
এর আগে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে বিশ্রামে ছিলেন।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও শ্যামল মিত্রর মতো শিল্পীরা গান গেয়েছেন। তার সুরে হৈমন্তী শুক্লার গাওয়া ‘এখনও সারেঙ্গীটা বাজছে’, আশা ভোসলের কণ্ঠে ‘ও পাখি উড়ে আয়’ এবং সুবীর সেনের ‘নয় থাকলেও আরও কিছুক্ষণ’ গানটি বেশ জনপ্রিয়।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে গায়ক রূপঙ্কর বাগচী সামাজিক মাধ্যমে লেখেন, ‘মেসোমশাই চলে গেলেন…’।
বাংলা সঙ্গীত জগতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। সলিল চৌধুরী ‘ঘরানা’র সার্থক উত্তরসূরি অথচ নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল এই নক্ষত্রের দৌলতে সঙ্গীত জগত পেয়েছে একের পর এক মন ভোলানো সুর।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
জেআইএম