আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হারিয়েছিলেন চিত্রনায়ক-প্রযোজক শাকিব খান। টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় প্রাথমিক ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল।
অবশেষে ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব খান। প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, বুধবার (৬ এপ্রিল) ভোটার হালনাগাদ করে তালিকা প্রকাশ করা হবে, যেখানে থাকবে এই তারকার নাম।
সূত্র আরো জানায়, প্রযোজক সমিতিতে প্রয়োজনীয় কাগজপত্রে জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেন শাকিব খান। আপিলটির পরিপ্রেক্ষিতে শাকিব খানের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে, ২৫ মার্চ নিয়ম না মানায় শাকিবের ভোটাধিকার বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।
গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে রয়েছে প্রশাসক। আগামী ২১ মে নির্বাচনের মাধ্যমে সংগঠনটিতে নতুন নেতৃত্ব আসবে।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার এসকে ফিল্মসের ব্যানারে নিয়মিত সিনেমা নির্মাণ করে আসছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে নিজের প্রযোজনায় শাকিব নির্মাণ করছেন ‘রাজকুমার’ নামের নতুন সিনেমা।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
জেআইএম