ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্পে ‘লাস্ট লাভ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্পে ‘লাস্ট লাভ’ ফারিণ ও ফারহান

এক শিক্ষক ও ছাত্রীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

 

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা মুশফিক আর ফারহান ও তাসনিয়া ফারিণ। আরো রয়েছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহিন বলেন, এ গল্পের মাধ্যমে উঠে আসবে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়াল। যে দেয়ালের কারণে, দুটো প্রাণের মানুষ বার বার মুখোমুখি হয়েও এক হতে পারে না।  

গল্প প্রসঙ্গে তিনি জানান, তাসনিয়া ফারিণদের বাসায় লজিং মাস্টার হিসেবে থেকে দুই বোনকে পড়ান মুশফিক আর ফারহান। একটা সময় ফারিণ প্রেমে পড়েন শিক্ষকের। কিন্তু গরিব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণকে সায় দেয় না!

সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের সঙ্গে। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

জানা যায়, আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘লাস্ট লাভ’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।