ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে গ্রাম থেকে বাংলা কুসংস্কারের উৎপত্তি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
যে গ্রাম থেকে বাংলা কুসংস্কারের উৎপত্তি! 'লোকে বলে'র একটি দৃশ্য

নুহাশ হুমায়ূন পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ষ’ বেশ আলোচনা এসেছে। সিরিজটির তৃতীয় পর্ব ‘লোকে বলে’ মুক্তি পেতে যাচ্ছে।

 

কুসংস্কারে ঠাসা একটি ভৌতিক ঘরানার গল্পে এই পর্বটি নির্মিত হয়েছে। যাতে দেখা যাবে, ঘুরতে ঘুরতে একদিন এক দম্পতি এমন একটি গ্রামে গিয়ে পৌঁছায়, যে গ্রাম থেকে নাকি প্রতিটা বাংলা কুসংস্কারের উৎপত্তি হয়! একটির চেয়ে আরেকটার পেছনের গল্প অদ্ভুত, আরও বেশি আজব!

‘লোকে বলে’ পর্বে দেখা মিলবে মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হাসান নদী, প্রণয় দেব উচ্ছ্বাস তৌফিকুল ইমন, গীতশ্রী চৌধুরীর।

এতে অভিনয় করা প্রসঙ্গে মোরশেদ মিশুর বলেন, ‘আমি পেশায় একজন কার্টুনিস্ট কিন্তু ক্যামেরার সামনে অভিনয় করার চেষ্টা এবারই প্রথম, আমি একই সাথে নার্ভাস এবং এক্সাইটেড। নুহাশ হুমায়ূন আমার পছন্দের নির্মাতাদের মধ্যে একজন। প্রথমবারেই তার সাথে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। ’ 

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাইকোলজিক্যাল হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ। এই সিরিজের তৃতীয় পর্ব ‘লোকে বলে’ মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল রাত ১০টা ৫৯ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।