ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

প্রকাশ হলো শুভমিতার নতুন গান 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, মে ১৮, ২০২২
প্রকাশ হলো শুভমিতার নতুন গান  শুভমিতা ব্যানার্জি

বাংলা গানের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি। আধুনিক বাংলা গান, ধ্রুপদী সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতসহ সবক্ষেত্রেই তিনি তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

শুভমিতা শ্রোতাদের জন্য সম্প্রতি নতুন গান নিয়ে এলেন। গানের শিরোনাম ‘কাছে আসলে’। মহসীন মনিরের কথায় গানটির সুর করেছেন কাজী হাবলু। সঙ্গীতায়োজন করেছেন চিররঞ্জন ব্যানার্জি।

এ প্রসঙ্গে শুভমিতা ব্যানার্জি বলেন, এমন একটি গান দুই বাংলার দর্শকের জন্য উপহার। কথা, সুর ও সঙ্গীতায়োজন গানটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। আশা করি, আমার নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।

জানা গেছে, শুভমিতার এই গানটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (১৭ মে) প্রকাশ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।