ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জায়েদ খান আমাকে অসম্মান করেনি: মৌসুমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ১৩, ২০২২
জায়েদ খান আমাকে অসম্মান করেনি: মৌসুমী জায়েদ খান, মৌসুমী ও ওমর সানী

চিত্রনায়িকা মৌসুমীকে কখনো অসম্মান বা উত্যক্ত করেনি চিত্রনায়ক জায়েদ খান, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একইসঙ্গে তার স্বামী ওমর সানী কেন এই প্রসঙ্গ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, সেটা জানেন না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১২ জুন) ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছেন। এই নিয়ে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান তিনি।

এদিকে মৌসুমী বলছেন ভিন্ন কথা। ওমর সানীর অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন তিনি।

এই নিয়ে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি। ’

আরও পডুন: ৪ মাস ধরে মৌসুমীকে বিরক্ত করছেন জায়েদ, শিল্পী সমিতিতে অভিযোগ

এই অভিনেত্রী আরো বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। ’

ওমর সানী প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের... যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এতো আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোন সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। ’

সবশেষে তিনি দাবি করেন, ওমর সানী এক তরফা বলেছেন।  কিন্তু তিনি অভিযোগ করছেন কি-না; এটা সবার জানা বেশি জরুরি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।