ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেমস ও শিরোনামহীনের গানে মাতলো প্যারিস

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেমস ও শিরোনামহীনের গানে মাতলো প্যারিস নগর বাউল জেমস ও শিরোনামহীন

প্যারিসে হয়ে গেল ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভাল৷ এই উৎসবে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল নগর বাউল জেমস ও শিরোনামহীনের কনসার্ট৷

ফ্রান্স-বাংলাদেশ বন্ধুত্বের অর্ধশত বছরপূর্তি ছিল রোববার (২৬ জুন)৷ এদিন ‘স্তা’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভালের আয়োজনের উদ্যোক্তা ফ্রান্সের তরুণ রাজনীতিবিদ এবং স্থানীয় মিউনিসিপ্যালে নির্বাচিত কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি কৌশিক রাব্বানী খান৷ ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যকার পঞ্চাশ বছর পূর্তি উৎসব পালনে সহযোগিতায় ছিল প্যারিসের বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় স্তা শহরের মেয়র এবং মেইরি৷ 

এতে নানা আয়োজন থাকলেও উদযাপনের মূল আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস৷ পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনও মাতিয়েছেন প্রবাসীদের৷ যুক্তরাষ্ট্র থেকে এসেছেন সাম্প্রতিককালের ‘আইলারে নয়া দামান’ খ্যাত শিল্পী মুজা৷ এই আয়োজনে উপস্থিত ছিলেন পাঁচ থেকে ছয় হাজার বাংলাদেশি৷

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আয়োজক রাব্বানী খান বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজনের অংশীদার।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ওপর আমাদের ভরসা আছে। তারা সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করতে জানে সেটার প্রমাণ আমরা পেয়েছি।

এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় মেয়রের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে। আবেগ রাব্বানী জানান, সামনে প্রবাসী বাংলাদেশিদেরনিয়ে এমন আয়োজন আরো করতে চান।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।