ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুর স্মরণে ‘পিছুটান’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
আইয়ুব বাচ্চুর স্মরণে ‘পিছুটান’ আইয়ুব বাচ্চু

বাংলা ব্যান্ড সংগীতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু। প্রয়াত এই তারকার স্মরণে কণ্ঠে গান তুললেন নবীন গায়ক শামসুল হক।

গানের শিরোনাম ‘পিছুটান’। লিখেছেন এম ইমরান। গানটির সুর ও সঙ্গীত করছেন গায়ক তৌসিফ আহমেদ।  

সম্প্রতি তৌসিফ আহমেদ সুযোগ না পাওয়া নবীন গায়কদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। আর এমন সুযোগ লুফে নিলেন শামসুল। তিনি গানের শুভ সূচনা করতে চান নিজের প্রিয় গায়ক আইয়ুব বাচ্চুকে স্মরণ করে।

শামসুল বলেন, ছোট বেলা থেকেই আইয়ুব বাচ্চু আমার খুবই প্রিয় শিল্পী। অনেক দিনের ইচ্ছে ছিল গান করার। অবশেষে সেই সুযোগ করে দিলেন তৌসিফ ভাই। এমন সুযোগের শুরুতেই স্মরণ করছি কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। আর চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে গাইতে। কতটুকু পেরেছি তা দর্শক ভালো বলতে পারবেন।

তৌসিফ বলেন, নতুনদের জন্য ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন শামস। তার গায়কী খুবই ভালো। আশা করছি, শামসের প্রথম গানটি সবার ভালো লাগবে।  

জানা যায়, অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে গানটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।