ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদের দিন সন্ধ্যা ও রাতে টেলিভিশনে যা দেখবেন 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ঈদের দিন সন্ধ্যা ও রাতে টেলিভিশনে যা দেখবেন 

দেশের টেলিভিশন চ্যানেলগুলো ঈদকে কেন্দ্র করে কয়েক দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করে। রোববার (১০ জুলাই) ঈদুল আজহা।

এদিন টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান।

চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে কী কী অনুষ্ঠান প্রচার হবে দেশীয় টিভি চ্যানেলে।  

বিটিভি
রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘দূরসম্পর্ক’। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ মানিকগঞ্জের মানিক প্যালেস অবলম্বনে নির্মিত ‘ছোটকাকু’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘খোঁপা’। এতে অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘গল্পের নাম যা হয় না’। এ নাটকে অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া।

এনটিভি
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘ভালোবাসি তোমায়’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ব্যালান্স। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘টাকা’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা। রাত ৯টায় বাংলায় ডাব করা সিরিজ কুরুলুস ‘ওসমান গাজী’। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘চাকুরী নয় চাকর’। অভিনয় করেছেন আফরান নিশো, নাজিবা বাশার। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ভয়েস ক্লিপ’। এতে অভিনয়ে থাকছেন মেহজাবীন চৌধুরী, ইমতিয়াজ। রাত ১২টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ভালোবাসি তোমায়’।

এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ প্রচার হবে নাটক ‘রঙ্গীলা’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর। রাত ৮টা ৫০ মিনিটে হানিফ সংকেত পরিচালিত বিশেষ নাটক ’রটে বটে–ঘটে না’ । অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ। রাত ১০টা ৩০ মিনিটে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। রাত ১১টা ৩০ মিনিটে অপূর্ব, কেয়া পায়েল অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘আপনজন’।  

মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে চঞ্চল চৌধুরী, ঊর্মিলা অভিনীত ধারাবাহিক নাটক ‘চরিত্র সনদ’। রাত ৮টায় বিশেষ অনুষ্ঠান ‘হিট ফোক সংস বাই ম্যাজিক বাউলিয়ানা’। রাত ৯টা ১০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘হাউকাউ’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘পড়শি যদি আমায় ছুঁতো’। অভিনয়ে খায়রুল বাসার, রোদসী। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ডোন্ট কল মি কাকা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সারিকা সাবাহ।

বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটক ‘সে ছিল আমার’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘সাউন্ড ম্যান’। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। রাত ৮টা ৪০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘উড়াল দেব আকাশে’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘নানা বাড়ি বরিশাল’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘মন বলে তুমি ফিরবেই’। অভিনয়ে ফারহান, কেয়া পায়েল।

আরটিভি
সন্ধ্যা ৬টায় ঈদের ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’। অভিনয়ে জাহিদ হাসান, শেহতাজ মুনীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’। অভিনয়ে ঋষি কৌশিক, আঁচল। রাত ৮টায় একক নাটক ‘মেঘলা’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। রাত ৯টায় ঈদ ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অহনা রহমান। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘প্রিয় খেয়ালে ২’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টায় একক নাটক ‘ব্যাম্বো হাশেম’। অভিনয়ে মোশাররফ করিম, নিলাঞ্জনা নীলা।

বৈশাখী টেলিভিশন
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বিশেষ বিউটি পারলার’। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বডিগার্ড’। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘বিসর্জন’। অভিনয়ে এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি-৩’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘কোরবানীর বিরাট হাট’। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম।

একুশে টিভি
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘সফদর ডাক্তার’। অভিনয়ে আরফান, ঊর্মিলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘ভাই খুব সেনসেটিভ-২’। অভিনয়ে সৈয়দ শিপলু, জয়শ্রী কর। রাত ৮টায় একক নাটক ‘লাভ গেম’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাদিয়া মিম। রাত ৯টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘প্যারা নাই চিল’। অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, সাজু খাদেম। রাত ১০টায় একক নাটক ‘জোর করে বিয়ে’। অভিনয়ে নিলয় আলমগীর, চমক। রাত ১১টা ২০ মিনিটে ঈদের বিশেষ সরাসরি সংগীতানুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’। শিল্পী অংকন ও কামরুজ্জামান রাব্বি।

দেশ টিভি
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক ‘উইথ দ্য অ্যাপার্টমেন্ট’। রাত ৯টা ৩০ মিনিটে কমেডি শো ‘দেশ মানে না আপনে মোড়ল’। রাত ১০টায় ‘লাইভ মিউজিক ফেস্ট’। শিল্পী খুরশীদ আলম, ইয়াসমিন লাবণ্য।

নাগরিক
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয়ে কেয়া, মুকিত জাকারিয়া। রাত ৮টা ৫ মিনিটে নাটক ‘ফাইসা গেছি’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ১৫ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক ‘অসহ্য মাখন’। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম। রাত ৯টা ৫০ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক ‘গার্লস গ্রুপ’। অভিনয়ে নাদিয়া মীম, নাবিলা। রাত ১০টা ২৫ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক ‘কমন গার্লফ্রেন্ড‘। অভিনয়ে জামিল, রাশেদ সীমান্ত। রাত ১১টা ৫ মিনিটে ঈদের বিশেষ নাটক ‘এক্সচেঞ্জ টু’।

দুরন্ত
সন্ধ্যা ৬টায় ‘দি ইংলিশ ক্লাব। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রঙের খেলায় সুরের ভেলায়’। সন্ধ্যা ৭টায় ‘প প্যাট্রোল’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস’। রাত ৮টায় ঈদের ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘ’র। রাত ৯টা ৩০ মিনিটে ‘গল্প শেষে ঘুমের দেশে’। রাত ১০টায় বিদেশি সিনেমা ‘আ্যালবার্ট’।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।