দেশের টেলিভিশন চ্যানেলগুলো ঈদকে কেন্দ্র করে কয়েক দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করে। এর মধ্যে রয়েছে খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান।
রোববার (১০ জুলাই) দেশে ঈদুল আজহা পালিত হয়েছে। আজ ঈদের দ্বিতীয় দিন। চলুন জেনে নেওয়া যাক এদিন সন্ধ্যা থেকে কী কী অনুষ্ঠান প্রচার হবে দেশীয় টিভি চ্যানেলে।
বিটিভি
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘আশ্রয়ণ’। সন্ধ্যা ৭টায় সংগীতানুষ্ঠান ‘বাংলা স্টুডিও’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক উকিল ‘বশীকরণ’। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে সরাসরি ‘সংগীতানুষ্ঠান’।
চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ মানিকগঞ্জের মানিক প্যালেস অবলম্বনে নির্মিত ‘ছোটকাকু’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘চলতি পথে’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘২৪ ঘণ্টা’। অভিনয়ে জোভান, সাফা কবির।
এনটিভি
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ব্যালান্স। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘উত্তরাধিকারী’। অভিনয়ে মোশাররফ করিম, তারিন জাহান। রাত ৯টায় বাংলায় ডাবিং সিরিয়াল ‘কুরুলুস ওসমান গাজী’। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘হ্যালো ম্যাডাম’। অভিনয়ে অপূর্ব, সারিকা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘আই এম এ সিঙ্গেল’। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। রাত ১২টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’।
এটিএন বাংলা
বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘সুইট কাপল’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘আবারো অঘটন’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘হ্যাপি বার্থডে’। অভিনয়ে মোশাররফ করিম, সাবিলা নূর। রাত ১০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আমি তোমারই’।
মাছরাঙা টেলিভিশন
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘নিশিকাব্য। অভিনয়ে শামীম হাসান, সারিকা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘চরিত্র সনদ’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ঊর্মিলা। রাত ৮টায় নাটক ‘অহম’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হাউকাউ’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ব্যাচেলর সাবলেট’। অভিনয়ে মিশু সাব্বির, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বাবা তোমার জন্য’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল।
বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটক ‘কিচির মিচির’। অভিনয়ে অপূর্ব, পায়েল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘তবুও মনে রেখো’। অভিনয়ে তাহসান, সাফা কবির। রাত ৮টা ৪০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘উড়াল দেব আকাশে’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘আমার আপনজন’। অভিনয়ে মোশাররফ করিম, চমক। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘আই হেট ইউ বাড়িওয়ালা’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘হারানো সংবাদ’। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন।
আরটিভি
সন্ধ্যা ৬ টায় ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’। অভিনয়ে জাহিদ হাসান, শেহতাজ মুনীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বাঁচিবার হলো তাঁর সাধ’। অভিনয়ে আফরান নিশো, তানজিম সুরাইয়া। রাত ৮টায় একক নাটক ‘রিক্সা গার্ল’। অভিনয়ে- তানজিন তিশা, সোহেল মণ্ডল প্রমুখ। রাত ৯টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, অহনা রহমান, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, ডলি জহুর, আজিজুল হাকিমসহ অনেকেই। রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘লগ ইন লগ আউট’। অভিনয়ে- জোভান, সামিরা খান মাহি প্রমুখ। রাত ১১টায় একক নাটক ‘চাতক’। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, তাসনুভা তিশা প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক বিশেষ ‘বিউটি পারলার’। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বডিগার্ড’। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘ঢাকা টু বরিশাল’। অভিনয়ে অহনা, রাশেদ সীমান্ত। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি-৩’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘বিপদ সংকেত’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘শিয়াল বাড়ি-২’। অভিনয়ে মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত।
একুশে টিভি
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘সফদর ডাক্তার। অভিনয়ে আরফান, ঊর্মিলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ভাই খুব সেনসেটিভ-২’। অভিনয়ে সৈয়দ শিপলু, জয়শ্রী কর। রাত ৮টায় একক নাটক ‘বাকি ম্যান’। অভিনয়ে মুকিত জাকারিয়া, সূচনা আজাদ। রাত ৯টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ‘প্যারা নাই চিল’। অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া। রাত ১০টায় একক নাটক ‘ফাঁসি’। অভিনয়ে ফারহান, সামিয়া অথৈ। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’।
দেশ টিভি
সন্ধ্যা ৬টায় নাটক ‘অসমাপ্ত’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক ‘উইথ লাভ নুসরাত’।
নাগরিক
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয়ে কেয়া, মুকিত জাকারিয়া। রাত ৮টা ৫ মিনিটে নাটক ‘তুমি আমি পাশাপাশি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘অসহ্য মাখন’। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম। রাত ৯টা ৫০ মিনিটে ধারাবাহিক ‘গার্লস গ্রুপ’। অভিনয়ে নাদিয়া মীম, নাবিলা। রাত ১০টা ২৫ মিনিটে ধারাবাহিক ‘কমন গার্লফ্রেন্ড’। অভিনয়ে জামিল, সীমান্ত, প্রাণ রায়। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘সিইও স্যার’। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম।
দুরন্ত
সন্ধ্যা ৬টায় দ্য ‘ইংলিশ ক্লাব’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রঙের খেলায় সুরের ভেলায়’। সন্ধ্যা ৭টায় ‘প প্যাট্রোল’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘ব্লেজ আ্যান্ড দ্য মনস্টার মেশিনস’। রাত ৮টায় ঈদের ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘর’। রাত ৯টা ৩০ মিনিটে ‘গল্প শেষে ঘুমের দেশে’। রাত ১০টায় বিদেশি সিনেমা ‘স্নো কুইন’।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এনএটি