ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বেড়েই চলছে ‘পরাণ’ হল সংখ্যা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
বেড়েই চলছে ‘পরাণ’ হল সংখ্যা শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান

বেড়েই চলেছে ‘পরাণ’ সিনেমার হল সংখ্যা। শুক্রবার (২৯ জুলাই) চতুর্থ সপ্তাহে এসে এই সিনেমার হল সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে।

আর আগামী রোববার থেকে ৬০টি হলে চলবে এটি। এই তথ্য নিশ্চিত করেছে ‘পরাণ’র প্রযোজনা প্রতিষ্ঠান।

কোরবানির ঈদে মুক্তি পায় ত্রিভুজ প্রেমের ‘পরাণ’। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

ঈদে মাত্র ১১ সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। মুক্তির পর থেকে চিত্র পাল্টাতে থাকে। দ্বিতীয় সপ্তাহে ১১ হল থেকে ৫৬ সিনেমা হল পায় সিনেমাটি।  

রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমাটি নিয়ে দেশীয় দর্শকের পাশাপাশি চাহিদা বেড়েছে প্রবাসেও। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সিনেমাটি শিগগিরই ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।