হলিউড অভিনেতা জনি ডেপের আসন্ন চলচ্চিত্র ‘জিন ডু ব্যারি’। এতে রাজা লুই (চতুর্থ) এর ভূমিকায় অভিনয় করছেন তিনি।
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলার বিচারের পর এই চলচ্চিত্রের মাধ্যমেই আবারো পর্দায় ফিরছেন জনি ডেপ।
জানা যায়, ‘জিন ডু ব্যারি’তে জনি ইতিহাস বিখ্যাত রাজা লুই (চতুর্থ) এর নাম ভূমিকায় অভিনয় করবেন।
রাজা লুই ১৭১৫ থেকে ১৭৭৪ সাল পর্যন্ত ফ্রান্স শাসন করেছিলেন। প্যারিস এবং ইলে-ডি-ফ্রান্স অঞ্চলে জিন ডু ব্যারির চিত্রগ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে। প্যালেস অফ ভার্সাইয়ের মতো ঐতিহাসিক স্থানগুলোকেও সিনেমায় তুলে আনা হবে বলেও জানা যায়।
ফরাসি নির্মাতা মাইওয়েন পরিচালিত ‘জিন ডু ব্যারি’তে জনি ছাড়াও আরো থাকবেন বেঞ্জামিন লাভর্নহে, পিয়েরে রিচার্ড, মেলভিল পাউপাউড, নাওমি লভোভস্কি, প্যাসকেল গ্রেগরির মতো তারকারাও।
একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, মাইওয়েনের এই চলচ্চিত্রটি ম্যাডাম ডি পম্পাদোরের পরে ভার্সাই কোর্টে রাজা লুই (চতুর্থ)-এর শেষ গৃহকর্ত্রী জিন ডু ব্যারির জীবন থেকে অনুপ্রাণিত।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এনএটি