ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নচিকেতার গল্পে নির্মিত অপুর সিনেমার পোস্টার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
নচিকেতার গল্পে নির্মিত অপুর সিনেমার পোস্টার প্রকাশ্যে অপু বিশ্বাস ও ‘আজকের শর্টকাট’র পোস্টার

প্রথমবারের মতো কলকাতার কোনো সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস। সুবীর মণ্ডলের পরিচালনায় ‘আজকের শর্টকাট’ নামের সিনেমাটির গল্প লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

অনেক আগেই সম্পন্ন হয়েছে সিনেমাটির শুটিং।

প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। এতে গিটার কাঁধে নিয়ে গ্রামের পথ ধরে হেঁটে যেতে দেখা যাচ্ছে নচিকেতাকে।  

সিনেমাটির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিন ভারতে চিকিৎসা করাতে যায়। তাদের নিয়েই এই সিনেমার গল্প। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু।  

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ।  

গানের দায়িত্বে ছিলেন কাহিনিকা নচিকেতা নিজেই। চলতি বছর সেপ্টেম্বরে‘আজকের শর্টকাট’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।