সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবনচক্র নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘বর্ডার’। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর।
শুরুতে ফার্স্টলুক প্রকাশ করে ‘বর্ডার’র মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এবার প্রকাশ পেলো এর টিজার।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘বর্ডার’র এক ঝলক প্রকাশ পেয়েছে। ঘাত, প্রতিঘাত ও সংঘাতের এই গল্পের প্রতিচ্ছবি ওঠে এসেছে টিজারে।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘‘সম্প্রতি ‘বর্ডার’ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এখন আমরা ছাড়পত্রের অপেক্ষায় আছি। ছাড়পত্র পেলে আশা করছি ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আমাদের সিনেমাটি মুক্তি দিতে পারব। ’’
তিনি আরো জানান, দুই দেশের সীমানার দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরু ও নানান দ্রব্যাদি। তেমনি আবার হয় মাদকসহ চোরাচালান। এই চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বেশকিছু গ্যাং। আবার তাদের মাঝে ঘটে নানান ঘাত, প্রতিঘাত, সংঘাত। সীমান্তবর্তী এলাকার এমন কিছু মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার’।
এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।
ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির গল্প লিখেছেন আসাদ জামান। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
জেআইএম