দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর আজ দেশে ফিরেছেন শাকিব খান। নায়ককে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হোন এই নায়কের শতাধিক ভক্ত।
কারণ তিনি আজ দেশ ছেড়ছেন। গেলেন কলকাতায়।
জানা গেছে, কলকাতায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘আজকের শর্টকাট’। মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণায় অংশ নিতেই কলকাতায় যাওয়া যার। তাই বিমানে উড়তেই এয়ারপোর্টে এই নায়িকা।
এ বিষয়ে আরো জানা যায়, অপু বিশ্বাস দেশে ফিরবেন আগামী ২৫ আগস্ট। এর মধ্যে ৫ থেকে ৭ দিন ছেলে আব্রাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন।
অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম কলকাতার সিনেমা মুক্তি পাচ্ছে। তাই কলকাতায় যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা।
জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরেছ। পাঁচ-সাতদিন তো বাবার কাছেই থাকবে। বাবাকে ওর বেশ পছন্দ। বাবা ফিরবে বলে সেও এক্সসাইটেড। আমার ছেলে এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্বসহকারে নেই।
কলকাতার কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আজকের শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এনএটি