ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাপলা মিডিয়ার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ নায়িকার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
শাপলা মিডিয়ার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ নায়িকার  নিশাত নাওয়ার সালওয়া

সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। শনিবার (২০ আগস্ট) দুপুরে ফেসবুকে পোস্টের মাধ্যমে অভিযোগ তোলেন তিনি।

অভিযোগ করে সালওয়া জানান, 'বিতর্কিত' প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘বুবুজান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এর কাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, তবে ৬ মাস অতিক্রম হলেও তার প্রাপ্য পারিশ্রমিক এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। একাধিকবার যোগাযোগ করেও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিনি কোনো সাড়া পাননি।

বিষয়টি জানিয়ে ফেসবুকে সালওয়া লেখেন, ‘‘কোনো প্রযোজনা সংস্থার কারো ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছে না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। ’’

এ প্রসঙ্গে সালওয়া বাংলানিউজকে বলেন, ‘সিনেমাটির চুক্তি সইয়ের সময় আমাকে অর্ধেক পারিশ্রমিক দিয়েছিল। বাকিটা সিনেমা শেষ হওয়ার আগেই দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে আমাকে ঘোরাচ্ছেন রনি ভাই। এই সিনেমার সবকিছুই তিনিই দেখছেন। শুটিং ও ডাবিং শেষে অন্যান্য চরিত্রাভিনেতাদের পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে, কিন্তু আমারটা দেওয়া হয়নি এখনো। আজ দেবেন কাল দেবেন বলে দিচ্ছেন না। ’

সালওয়াকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ স্বীকার করে নির্মাতা শামীম আহমেদ রনি বাংলানিউজকে বলেন, ‘সালওয়ার কিছু পেমেন্ট বাকি আছে। আমার মনে হয় মিস কমিউনিকেশন থেকে এটা হয়েছে। সালওয়ার সঙ্গে কথা হয়েছে আমাদের। সিনেমা রিলিজের আগে অবশ্যই আমরা তার পারিশ্রমিক দিয়ে দেবো। ’

এদিকে, ফেসবুকে পোস্ট দেওয়ার পর ‘বুবুজান’র পরিচালক রনি যোগাযোগ করেছেন বলে জানান সালওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পোস্টটি দেওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা। তবে আমার প্রশ্ন- সেই ফেব্রুয়ারিতে সিনেমার কাজ শেষ, এতো দিন একবারও যোগাযোগ করা হয়নি। আমার অন্যান্য সিনেমার সব তথ্য জানলেও ‘বুবুজান’র সেন্সর বা মুক্তির সংক্রান্ত কোনো তথ্যও আমি জানিনা। বিষয়গুলো আমার কাছে অপমানজনক মনে হয়েছে। ’’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এ অংশ নিয়ে শোবিজে নাম লেখান সালওয়া। ওই প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হন তিনি। এরপর তাকে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে। ‘বুবুজান’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘বীরত্ব’ ও 'স্বপ্নে দেখা রাজকন্যা'।   

চলতি বছর পবিত্র হজ পালন করেছেন নবাগত এই নায়িকা। হজে যাওয়ার পর গুঞ্জন উঠে অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি! তবে সালওয়া জানান, এমন কিছুই না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।