ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

বিনোদন

কোক স্টুডিও বাংলা প্রথম সিজন

‘নাসেক নাসেক’-এ শুরু, ‘হেই সামালো’য় শেষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
‘নাসেক নাসেক’-এ শুরু, ‘হেই সামালো’য় শেষ

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করেছে কোক স্টুডিও বাংলা। প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশ পায় ২৩ ফেব্রুয়ারি।

আর বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে এই সিজনের শেষ গান।

‘হেই সামালো’ ও ‘ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়’ গান দুটির মিশেলে তৈরি করা হয়েছে এই গানটি। এতে অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, অর্ণব, সুনিধি নায়েক, ঋতুরাজ ও কনাসহ আরো অনেক শিল্পী।

‘হেই সামালো’ নিয়ে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়, ‘‘অধিকার আদায়ে কখনো এক ইঞ্চিও ছাড় দেইনি আমরা। যতবার বাধা এসেছে ততবার আমরা প্রতিবাদে সরব হয়েছি। আর সেই প্রতিবাদের অন্যতম মাধ্যম ছিলো আমাদের গণসংগীত। মানুষের দূর্বার জেগে ওঠার, নিজের অধিকার আদায়ে সোচ্চার হবার এক জীবন্ত দলিল ‘হেই সামালো’ গানটি। ১৯৪৬-১৯৪৮ এ এমন বঞ্চিত মানুষগুলোর তেভাগা আন্দোলন নিয়ে লেখা সলিল চৌধুরীর এই গানটি। ’’

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় গান ‘ওরা আমার মুখের কথা’ গানের বিষয়ে আরও বলা হয়, ‘‘প্রতিবাদ জন্ম দেয় আরেক প্রতিবাদের। আর তাইতো ১৯৫২ তে আমাদের ভাষার প্রতি যে আঘাত দিয়েছিলো শাসকগোষ্ঠি,তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো বীর বাঙালি। তখনই জন্ম নিলো আব্দুল লতিফের সেই অমর সৃষ্টি ‘ওরা আমার মুখের কথা’। সেই কালজয়ী গান যখন বান্দরবনের ক্ষুদ্র নৃগোষ্ঠির নিজস্ব বাঁশীতে অদ্ভুত জাদুকরি ধুন সৃষ্টি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাইবেশে যুদ্ধনৃত্য যা এসেছে অন্যতম প্রাচীন লোকনৃত্য থেকে। ’’

গানটি শেয়ার করে কোক স্টুডিও বাংলা জানায়, ‘বাংলা ভাষার প্রতি ভালোবাসাই আমাদের প্রথম মৌসুমের শেষ পরিবেশনা। দেখা হবে শিগগিরই কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে। ’

প্রসঙ্গত, প্রথম সিজনে মোট প্রকাশিত গানের সংখ্যা ৯টি। নতুন সংগীতায়োজনে, একাধিক গান নিয়ে ফিউশন করেন সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।