ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মায়ের কবরে চিরশায়িত গাজী মাজহারুল আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
মায়ের কবরে চিরশায়িত গাজী মাজহারুল আনোয়ার

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরশায়িত হলেন কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার দাফনকার্য সম্পন্ন হয়।

সে সময় গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে আরো সংস্কৃতি অঙ্গনের তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ রাখা হয়। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বহু মানুষ।

শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। সেখানে চলচ্চিত্র ও গানের মানুষেরা চোখের জলে তাকে শেষ বিদায় জানান।  

বাদ যোহর এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ার আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার  মরদেহ রাজধানীর চ্যানেল আইয়ের কার্যলয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা হওয়ার পর গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়।

এরপর বনানী কবরস্থানে বাদ আসর মায়ের কবরের পাশে সমাহিত করা হয় এই কিংবদন্তিকে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।