বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কাটছাঁট ছাড়াই ছাড়পত্র মিলেছে গণ-অর্থায়নে নির্মিত সিনেমাটির।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের চিত্রায়নের প্রয়াসে নির্মিত হয়েছে ‘সাঁতাও’। যেখানে কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।
পরিচালক সুমন বলেন, গেল সপ্তাহে সিনেমাটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। এরপর সেন্সর ছাড়পত্র পেলাম। আপাতত সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। আশা করছি কয়েকদিনের মধ্যে মুক্তির তারিখ ঘোষণা দিতে পারবো।
পুতুল ও ফজলুল হক ছাড়া ‘সাঁতাও’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মো. হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।
চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক খন্দকার সুমন নিজেই। সম্পাদনা, রং-বিন্যাস, এফেক্ট ও টাইটেল, সাউন্ড ডিজাইন ও সাউন্ড মিক্সিং করেছেন সুজন মাহমুদ। শব্দ গ্রহণে ছিলেন নাহিদ মাসুদ, চিত্রগ্রহণে ছিলেন সজল হোসেন, ইহতেশাম আহমদ টিংকু ও খন্দকার সুমন।
‘সাঁতাও’র আবহ সংহীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পণ। গানে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, লায়লা তাজনূর সাউদী ও লিমা হক। শিল্প নির্দেশনা দিয়েছেন রবি দেওয়ান। পোশাক পরিকল্পনায় ছিলেন আফরিনা বুলবুল। নৃত্য পরিচালনা করেছেন ফাহিম রায়হান। রূপসজ্জা করেছেন ফরহাদ রেজা মিলন। এছাড়া পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এনএটি