ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কুয়েতে নিষিদ্ধ অজয়-সিদ্ধার্থের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
কুয়েতে নিষিদ্ধ অজয়-সিদ্ধার্থের সিনেমা অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা

নিজের দেশের পর বিদেশেও বেশ বিপাকে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’। কুয়েতে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটিতে আর সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না- এমনটাই জানিয়েছে কুয়েত সেন্সর বোর্ড।  

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেই সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সিনেমার বিষয়বস্তু নিয়ে সেদেশে বসবাসকারী একাংশের আপত্তি রয়েছে। এ কারণেই কুয়েত সেন্সর বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।  

গেল ৯ সেপ্টেম্বর ‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে অজয় ও সিদ্ধার্থ অভিনীত সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশিরভাগই অভিযোগে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা।  

ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। তার অভিযোগ, সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে।  

‘থ্যাঙ্ক গড’-এ চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। শ্রীবাস্তবের দাবি, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব করেন। এমন ব্যক্তিত্বের মুখে আপত্তিকর সংলাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ এই আইনজীবীর।

ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সিদ্ধার্থ প্রথমবার অজয় দেবগনের সঙ্গে এই সিনেমায় কাজ করলেন। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং।  

এর আগে ‘দে দে প্যায়ার দে’ সিনেমায় অজয়ের নায়িকা হয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারে তিনি সিদ্ধার্থের সঙ্গিনী। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।