ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র নির্মাতা রহীম নওয়াজের প্রয়াণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
চলচ্চিত্র নির্মাতা রহীম নওয়াজের প্রয়াণ রহীম নেওয়াজ

চলচ্চিত্র নির্মতা রহীম নেওয়াজ মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর সময় এই নির্মাতার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 রহীম নওয়াজের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

জানা যায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) বাদ জোহর কল্যাণপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত ‘সংগম’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় আসেন রহীম নওয়াজ। পরে তিনি স্টার সিনেওয়ার্ক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ‘দুই ভাই’ ও ‘সংসার’ চলচ্চিত্র নির্মাণ করেন।

তার একক পরিচালিত প্রথম সিনেমা ‘সুয়োরানী দুয়োরানী’। এরপর ‘মনের মতো বউ’, ‘যোগ বিয়োগ’, ‘রাতের কলি’, ‘আপনজন’, ‘অসাধারণ’সহ বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।