ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাকে হত্যার দায়ে অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
মাকে হত্যার দায়ে অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড  রায়ান গ্রানথাম

জনপ্রিয় টিভি সিরিজ ‘রিভারডেল’ অভিনয় করেছিলেন রায়ান গ্রানথাম। এরপর মার্কিন কমেডি সিনেমা ‘ডায়েরি অব আ উইমপি কিড’-তেও অভিনয় করেন তিনি।

তবে ক্যারিয়ার থিতু হওয়ার আগেই অপরাধে নাম জড়িয়ে গেলো তার।

জানা যায়, ২০২০ সালের মার্চে মাকে হত্যার দায়ে অভিযুক্ত হন রায়ান গ্রানথাম।  

হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্যাঙ্কুভারের সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ২৪ বছর বয়সী কানাডিয়ান এই অভিনেতাকে। ১৪ বছর পর তিনি প্যারোলে মুক্তির জন্য বিবেচিত হবেন।  

২০২০ সালের ৩১ মার্চ নিজের বাড়িতে পিয়ানো বাজাচ্ছিলেন গ্রানথামের মা বারবারা। তাকে লক্ষ্য করে গুলি চালান গ্রানথাম। মাথার পেছনে গুলি লাগার পর সেখানেই মারা যান বারবারা।  

শুধু গুলি করেই থেমে যাননি, মাকে হত্যার কথা স্বীকার করে ভিডিও রেকর্ড করেন গ্রানথাম। সেই ভিডিওতে মায়ের মৃতদেহও দেখান। ভিডিওতে তিনি বলেন, ‘গুলি লাগার পর হয়তো মা বুঝেছিলেন হত্যাকারী তার ছেলে।

রায় ঘোষণার পর গ্রানথামের বোন এক বিবৃতিতে পুরো ঘটনাকে ‘মর্মান্তিক’ ও ‘হৃদয়বিদারক’ হিসেবে অভিহিত করেন।  

মাত্র ৯ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন গ্রানথাম। তবে ২০১৯ সালে ‘রিভারডেল’ সিরিজের একটি পর্বে অভিনয়ের পর অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।