ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন অনন্ত-বর্ষা বর্ষা ও অনন্ত জলিল

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে মিশরের উদ্দেশে রওনা দেন তারা।

জানা গেছে, ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের চলচ্চিত্র উৎসব। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে দেশটির রাজধানী কায়রোয় এ উৎসবের ৩৮তম আসর বসবে। সেখানে বাংলাদেশ থেকে ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা।

এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, ‘এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। এটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য একটা বড় পাওয়া। ’

এই অভিনেতা আরো বলেন, ‘এই প্রথম বাংলাদেশি কোনো সেলিব্রেটি হিসেবে অফিশিয়াল ইনভাইটেশনে মিশরের কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। এতে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই বাংলাদেশের সিনেমাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে, হয়তো সব দেশে সম্ভব হবে না। মালয়েশিয়ায় আমাদের সাফল্যের কথা ইতোমধ্যে জেনেছেন। ’

ভিডিও বার্তায় বর্ষা বলেন, ‘আমরা এখন প্লেনে। দেখতেই পাচ্ছেন। কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, এই প্রথম বাংলাদেশের কোনো সেলিব্রেটি মিশর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইনভাইটেশন পেয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ’

চলতি বছরের ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এটি নির্মাণ করেন সিনেমার পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশ জমজম। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।