ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

এক মঞ্চে গাইবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, অক্টোবর ৬, ২০২২
এক মঞ্চে গাইবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে সচরাচর দেখা যায় না। চলতি বছর একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা নিতে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন তারা।

জানা গেছে, আবারো এক মঞ্চে দেখা যাবে তাদের।

জানা যায়, ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। সেখানেই আলাদা দুটি পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন এই দুই সংগীত তারকা।  

অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান সংবাদমাধ্যমকে জানান, সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় এই আয়োজনের  ১৭তম আসর ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন প্রত্যেকে ৬ মিনিট করে গাইবেন।  

এবারের আয়োজনে আরো গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, ইমরান, কোনাল। এছাড়াও বিভিন্ন সময়ের রিয়্যালিটি শো সেরাকণ্ঠ, খুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা। চার ঘণ্টার এই আয়োজনে চলচ্চিত্রের শিল্পীরাও বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।