ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

‘টাইগার থ্রি’র প্রথম পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
‘টাইগার থ্রি’র প্রথম পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ

সালমান খানের টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এবারের সিনেমা ‘টাইগার থ্রি’। শুনিবার (১৫ এপ্রিল) সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

সেই সঙ্গে জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ।

পোস্টারে শুধু সালমানের চোখ দুটো দেখা গেছে। তাই পুরো লুক কেমন হবে তা বোঝা যায়নি। ইচ্ছে করেই যেন একটু রহস্য রেখে দিলেন নির্মাতারা।

‘টাইগার থ্রি’র পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। ২০২৩ সালের দিওয়ালীতে মুক্তি পাবে এটি।

জানা গেছে, ‘টাইগার থ্রি’র গল্পে এবার পৃথিবীর বড় কোনো একটি জাদুঘর থেকে চুরির ঘটনা দেখানো হবে। এতে থাকার কথা শাহরুখ খানেরও। তাই ভক্তদের উৎসাহের কমতি নেই সিনেমাটিকে ঘিরে।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।